ইউক্রেনে ১০ শতাংশ টেলিকম অবকাঠামো বিকল

২৪ মার্চ, ২০২২ ১৩:০৪  
বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি দক্ষিণ, পূর্ব ও উত্তর—তিন দিক থেকে পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে ঢুকে পড়েছে রুশ বাহিনী। রাশিয়ার হামলায়  বিকল হয়ে পড়েছে দেশটির ১০ শতাংশ টেলিকম অবকাঠামো। তবে এতে কেন্দ্রীয় নেটওয়ার্কের কোনো ক্ষতি হয়নি। তুরস্কের প্রভাবশালী টেলিকম অপারেটর  তুর্কসেলের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৪ মার্চ) এই খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। দেশটিতে প্রধান তিনটি অপারেটরের মধ্যে ‘লাইফসেল’ ব্র্যান্ড নামে সেবা দেয়া তুর্কসেল স্টক এক্সচেঞ্জে দেওয়া বিবৃতিতে জানিয়েছে, সেখানে তাদের প্রায় নয় হাজার স্টেশন রয়েছে। এগুলোর সবগুলোই এখনো সচল আছে। একইসঙ্গে  কর্মীদের মধ্যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে সার্বিক ভাবে বিকল  রয়েছ দেশের ১০ শতাংশ টেলিকম অবকাঠামো। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কার্যক্রম চালু রাখতে তারা স্টেশনগুলোতে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করেছে। এছাড়া পশ্চিম ইউক্রেনের লভিভ ও কিছু প্রতিবেশী দেশে ব্যাকআপ ডেটা সেন্টার প্রতিষ্ঠা করেছে।